২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় অগ্নি দগ্ধ ২ বাংলাদেশীর মৃত্যু

-

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ তিন বাংলাদেশীর মধ্যে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় অন্যজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।
অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম (ডাকনাম : আকাশ), আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে লাশ দুইটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। দ্রুততার সাথে এই লাশ দুইটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এ এস এম জাহিদুর রহমান।

জাহিদুর রহমান জানান, শনিবার হাসপাতালে উপস্থিত হলে ডাক্তাররা পরিচয় পাওয়ার পরে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফারিহা এবং ডা: জাকুয়ান পেশাদারিত্বের পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন।
প্রথম সচিব জাহিদুর রহমান আরো জানান, কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সাথে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে। কুয়ালালামপুর হাইকমিশন থেকে টিম আসার জন্য তারা অসম্ভব খুশি হন এবং পরবর্তীতে তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন।
১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশী শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যান।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা

সকল