১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

শহীদ আবু সাঈদের বোন চাকরি পেলেন

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বোন সুমি খাতুনকে নিয়োগ দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপত্র দেয়া হয়েছে। শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। গতকাল বিকেলে সাঈদের বোন সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শওকাত আলী। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়েকে চাকরি দেয়ায় আজ আমি অনেক খুশি। চাকরি পেয়ে আবেগাপ্লুত সুমি খাতুন বলেন, আমার ভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় চাকরির স্বপ্ন দেখেছিল তার ক্যাম্পাসেই আমার চাকরি হলো। এটা আমাদের পুরো পরিবারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এ জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই।

 


আরো সংবাদ



premium cement