২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা থেকে অপহৃত কিশোরী কুষ্টিয়ায় উদ্ধার, গ্রেফতার ১

-

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম শাকিল হোসেন। গতকাল ভোর ৪টায় কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার সকালে খিলগাঁওয়ের বনশ্রীর বাসার সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় মামলা হয়।
মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল ভোর ৪টায় কুষ্টিয়ার খোকসা থানার পাইকপাড়া মির্জাপুরে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার মামলায় গ্রেফতার শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement