২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর বাসচালকের লাশ উদ্ধার

-

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর এক বাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের জয়দেবপুর বাসটার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত একটি পরিত্যক্ত জমির প্লট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাস চালক তারেক হোসেন (৩০) ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসের চালক ছিলেন।
নিহতের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থেকে বাস চালাতেন তারেক। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাসটার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের জমির পরিত্যক্ত প্লটে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

 


আরো সংবাদ



premium cement