০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

টেকনাফের ৫ জেলেকে অপহরণ আরাকান আর্মির

-

নাফ নদীতে মাছ ধরতে যাওয়া পাঁচ জেলেকে নৌকাসহ মিয়ানমারের আরাকান আর্মি অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তাদের ফেরত দেয়া হয়নি।
অপহৃত জেলেরা হলেন রাশেদ হোসেন, মো. বোরহান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আলম। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, পাঁচ জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে। তাদের কারা নিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরকান আর্মির দখলে। তাই ধারণা করা হচ্ছে, আরকান আর্মি সদস্যরা তাদের নিয়ে গেছে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করি, তাদের দ্রুত ফেরত আনতে পারব।

 


আরো সংবাদ



premium cement

সকল