০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

ত্রিপুরায় মুসলিমদের বাড়িঘরে লুটপাট ভাঙচুর গুলিতে ব্যবসায়ী নিহত

-

দুর্গাপূজার চাঁদা দিতে অস্বীকার করায় ভারতের ত্রিপুরা রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের ওপর হিন্দু ধর্মাবলম্বীরা হামলা করেছে। গতকাল মঙ্গলবার ত্রিপুরার সব সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত করেছে। জয়শ্রীরাম ধ্বনি তুলে একদল হিন্দুত্ববাদী রোববার ও সোমবার মুসলিমদের বাড়িঘরে, দোকান-পাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে একজন মুসলিম ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
পত্রিকার খবরে বলা হয়েছে, রোববার দুপুরে একদল হিন্দুবাদী লোক ত্রিপুরার উত্তর জেলার কদমতলা বাজারে গাড়ি থামিয়ে দুর্গাপূজার জন্য পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে এক মুসলিম গাড়ি চালকের কাছে। এত টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় চালকসহ গাড়িতে থাকা দুই মুসলিম মহিলাকে মারধর শুরু করে তারা। এ ঘটনার প্রতিবাদ করে বাজারের লোকজন থানায় অভিযোগ করে। এতে হিন্দুবাদীরা ক্ষিপ্ত হয়ে রোববার সন্ধ্যায় কদমতলা এলাকায় অন্তত ১০টি মুসলিম বাড়িঘর দোকানপাটে হামলা, লুটপাট ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীরা নারী-পুরুষ নির্বিশেষে মুসলিমদের মারধর করে তারা।

 


আরো সংবাদ



premium cement

সকল