০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

প্রকাশিত সংবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা

-

‘দৈনিক নয়া দিগন্তের’ ৩য় পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘জবি ক্যাম্পাসে কোনো দলীয় ম্যুরাল চান না শিক্ষার্থীরা’ শীর্ষক প্রতিবেদনটির ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা সঠিকভাবে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
১৯৯৫ সালের ২ নভেম্বর সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সরকারি জগন্নাথ কলেজ’-কে বিশ^বিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। এরই ফলশ্রুতিতে তৎকালে প্রশাসনিকভাবে ‘জগন্নাথ বিশ^বিদ্যালয় ঘোষণা ফলক’ প্রশাসনিক ভবন প্রাঙ্গণে স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে কতিপয় দুষ্কৃতকারী ওই ঘোষণা ফলক ভেঙে ফেলে।
বিশ^বিদ্যালয় প্রশাসন ওই ‘জগন্নাথ বিশ^বিদ্যালয় ঘোষণা ফলক’ পুনঃস্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে মাত্র। এখানে কোনোপ্রকার দলীয় কিংবা রাজনৈতিক ম্যুরাল স্থাপন করা হচ্ছে না। এটি শুধুমাত্র ছবি সম্বলিত ঘোষণা ফলক, যা জগন্নাথ বিশ^বিদ্যালয় সৃষ্টির ইতিহাসকে ধারণ করছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল