০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু নতুন ভর্তি ১২১৮ জন

-

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আবারো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি গত ৭ দিনে ডেঙ্গুতে দেশে ২৫ জনের মৃত্যু হলো। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে গতকাল সকাল ৮টার আগ পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে মোট এক হাজার ২১৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরেও হাসপাতাল রয়েছে এবং সেসব হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা ভর্তি হলেও সরকারের তালিকায় তাদের নাম উঠে না। চলতি বছর কেবল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতেই ১০০ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর সিটিতে মৃত্যু হয়েছে ২৬ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে এ বছর জানুয়ারিতে মোট ৮ হাজার ৩১৩ জন রোগী ভর্তি হয়েছে এবং উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছে ৭ হাজার ৬০৮ জন।
স্বাস্থ্য অধিদফতর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে গতকাল ভর্তি হয়েছেন ৪২৫ জন, রাজধানীসহ ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরো ৬৭৯ জন রোগী। ঢাকা বিভাগের বাইরে বরিশাল বিভাগে ১৬২ জন, চট্টগ্রামে ২২১ জন, খুলনা বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৩৭ হাজার ৮০৮ জন।

 


আরো সংবাদ



premium cement