০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রামে কিশোর সাকিব হত্যায় জড়িত ৪ জন গ্রেফতার

-

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর সাকিব হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরো চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলো মো: বাদশা (৩৬), মো: তৈয়ব (৪০), মো: নাঈম (২৭) এবং মো: ইমু (২৮)।
র‌্যাব সূত্র জানায়, কিশোর সাকিব নগরীর কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। তার সাথে প্রতিবেশী করিমের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ৫ আগস্ট রাতে তাকে বাসা থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০ জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে সাকিবের মা ফিরোজা বেগম বাদি হয়ে নগরীর বাকলিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: শরীফ-উল-আলম বলেন, গ্রেফতারকৃতদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement