০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু ভর্তি ১২২৫ জন

-

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো চার জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টার পর থেকে গতকাল রোববার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে মোট এক হাজার ২২৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরেও হাসপাতাল রয়েছে অনেকে। সেসব হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা ভর্তি হলেও সরকারের তালিকায় তাদের নাম ওঠে না। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার পর্যন্ত অক্টোবরের এই ক’দিনে দেশে পাঁচ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে রোগটিতে। কেবল সেপ্টেম্বরের ৩০ দিনে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। অপরদিকে অক্টোবরের গত পাঁচ দিনে (শনিবার সকাল ৮টার আগ পর্যন্ত) দেশে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর কেবল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৯৯ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর সিটিতে মৃত্যু হয়েছে ২৬ জন।
স্বাস্থ্য অধিদফতর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫১ জন, রাজধানীসহ ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরো ৭৩২ জন রোগী। ঢাকা বিভাগের বাইরে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ১৬৯ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে সাতজন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৩৬ হাজার ৫৯০ জন।


আরো সংবাদ



premium cement