০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবুর রহমান মাস্টারের ইন্তেকাল

-


একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর গুড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
তার ইন্তেকালে শোক জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, ডিসি রবিউল ফয়সাল, এসপি মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন।
মজিবুর রহমান মাস্টার বদরগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়ার সময় ১৯৪৮ সালে ঢাকায় এসে যোগ দিয়েছিলেন ভাষা সংগ্রামে। গ্রামে ফিরে ভাষার জন্য সংগঠিত করেছিলেন স্থানীয় ছাত্র-জনতাকে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বদরগঞ্জ ডাকবাংলো মাঠে বিক্ষোভের সময় বারিসাত নামের একজন ভাষাসৈনিককে পুলিশ ধরে নিয়ে গেলে মজিবুরের নেতৃত্বে হয়েছিল থানা ঘেরাও।

 

 


আরো সংবাদ



premium cement