০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ত্রিপুরায় বাংলাদেশী সন্দেহে আটক মহিলা পুলিশের হেফাজতে মৃত্যু

-

ভারতের ত্রিপুরায় বাংলাদেশী সন্দেহে আটককৃত ফাহিমা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে। এ নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ত্রিপুরার দৈনিক সংবাদ পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ব্যাঙ্গালুর থেকে বিমানে আগরতলায় আসলে ফাহিমা বেগমকে বাংলাদেশী সন্দেহে ত্রিপুরা পুলিশ আটক করে। ফাহিমা মূলত ভারতের ব্যাঙ্গালুরের বাসিন্দা। ঘুরতে এসেছিল আগরতলায়। তার পরিবারের মতে, পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাকে ফাসিয়েছে। গত সোমবার আদালতে তোলা হলে আইনি প্রক্রিয়ায় সাহায্য করতে ব্যাঙ্গালুর থেকে ছুটে আসে তার পরিবার। কিন্তু তারা আইনি প্রক্রিয়ার সুযোগ পায়নি। পরের দিন রাতে পুলিশ ফাহিমাকে অসুস্থ বলে পরিবারকে খবর দিলেও ততক্ষণে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। ফাহিমার এ অস্বাভাবিক মৃত্যুতে তার পরিবার মেনে নিতে পারেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বৃহস্পতিবার থেকে বিচারের দাবি করছে তার পরিবারের সদস্যরা।

 


আরো সংবাদ



premium cement