০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: ড. আসিফ নজরুল

-

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা প্রত্যেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তারা বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। তাদের যথাযথ মূল্যায়ন করা এবং তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। আর এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
গতকাল শনিবার দুুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশিয়্যাল সিকিউরিটি অরগানাইজেশনের (পারকেসো) সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমোরেন্ডাম অব কোলেবোরেশন (এমওসি) স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 


আরো সংবাদ



premium cement