০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ প্রসঙ্গে স্বয়ং নরেন্দ্র মোদির উসকানি

-

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশী অনুপ্রবেশকারী কথাটি সামনে নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বুধবার ঝাড়খন্ডে এক জনসভায় বলেছেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা দ্রুত বাড়ছে ওই রাজ্যে। ঝাড়খন্ডের নির্বাচনের আগে বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ নাম দিয়ে যে শোভাযাত্রা করেছে, তার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে বুধবার হাজারীবাগে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদির ওই ভাষণ পুরোটাই রয়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে।
মোদির প্রশ্ন ছিল, ‘আপনাদের কাছে জানতে চাই, ঝাড়খন্ডে এই পরিবর্তন আপনাদের চোখে পড়ছে কি পড়ছে না? বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না?’ জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে মোদির আরো প্রশ্ন, ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এখানে জমি দখল করছে কি না? ঝাড়খন্ডের নারীদের, আদিবাসী নারীদের তারা নিশানা করছে কি না? আপনারা এই বিপদ দেখতে পাচ্ছেন, জনবিন্যাসে এই বদল দেখতে পাচ্ছেন; কিন্তু ঝাড়খন্ড সরকারের চোখে পড়ছে না?’
সাঁওতাল পরগনার উদাহরণ দেখিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, সেখানে ‘আদিবাসী জনসংখ্যা ক্রমাগত কমছে, অন্য দিকে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। একই সাথে মোদি প্রশ্ন তোলেন, ‘জনবিন্যাসে বিপুল পরিবর্তন হচ্ছে, আদিবাসী আর হিন্দুদের সংখ্যা কমছে।’
এ বিষয়ে বিবিসির বিশ্লেষণ হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের জন্য দু’টি পৃথক শব্দ ব্যবহার করে বিজেপি। ওই দেশে যাওয়া ব্যক্তি বা পরিবার যদি হিন্দু হয়, তাহলে তাকে শরণার্থী বলা হয়। আর সেই ব্যক্তির ধর্মীয় পরিচয় যদি হয় মুসলমান, তাহলে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। তাই বারবার বাংলাদেশী ‘অনুপ্রবেশকারী’ শব্দটা বলে আসলে বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করেন বিজেপি নেতানেত্রীরা।


আরো সংবাদ



premium cement