০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বৃহত্তর ইসরাইল গঠনের লক্ষ্যেই এই আগ্রাসন : রুশ দার্শনিক ডুগিন

-

রুশ দার্শনিক ও রাজনীতি বিশ্লেষক আলেকজান্দর দুগিন লেবাননে ইসরাইলি স্থল অভিযানের বেশ আগেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন, লেবাননে এই অভিযান কেবল সেখানেই সীমাবদ্ধ থাকবে না, এটি আরো সম্প্রসারিত হতে পারে, যাতে ইসরাইলের বর্তমান শাসকশ্রেণী একটি ‘বৃহত্তর ইসরাইল’ গঠন করতে পারে।
রুশ ভাষায় লেখা দুগিনের নিবন্ধের ভিত্তিতে বিষয়টি জানিয়েছে লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়াদিন। দুগিনের লেখা নিবন্ধটির শিরোনাম, ‘নাসরুল্লাহর মৃত্যু ইসরাইলের বিপর্যয়কর উত্থানের ইঙ্গিত’। এতে তিনি বলেছেন, ‘বৃহত্তর ইসরাইল’ তৈরির লক্ষ্যে আঞ্চলিক সম্প্রসারণের উচ্চাকাক্সক্ষার অংশ হিসেবে ইসরাইল লেবানন ও তার বাইরে স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
দুগিন বলেন, মধ্যপ্রাচ্য ‘প্রতিরোধের অক্ষ’ বলে যে জোট আছে, সেটির প্রতি ইরানের সমর্থন ব্যাপক। হিজবুল্লাহর নেতা হিসেবে হাসান নাসরুল্লাহ পুরো মুসলিমবিশ্বে ইসরাইলবিরোধী প্রতিরোধের একজন অগ্রসেনানী ছিলেন। তিনি বলেন, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড কেবল লেবানিজ প্রতিরোধের জন্য নয়; বরং প্রতিরোধের বৃহত্তর অক্ষের জন্য একটি বড় উসকানি হিসেবে বিবেচিত হবে।
ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি স্মরণ করে দুগিন বলেন, ইসরাইল তার আঞ্চলিক প্রতিপক্ষগুলোকে যেভাবে আক্রমণ করছে, সেই চিত্র সাধারণ নয়। তিনি বলেন, ‘ইসরাইল খুব কার্যকরভাবে, সুনির্দিষ্টভাবে এবং একটি সমন্বিত পদ্ধতিতে কাজ করে। তবে এ ক্ষেত্রে সামষ্টিকভাবে পশ্চিমা বিশ্বের যে সমর্থন ইসরাইলের প্রতি আছে এবং তারা যেভাবে তাদের সর্বাধুনিক প্রযুক্তিগত উপায়গুলো ইসরাইলকে ব্যবহার করতে দেয়, তার জন্য তারা একটি ধন্যবাদ পেতেই পারে।’
দুগিন উল্লেখ করেন, যেহেতু তারা (পশ্চিমা বিশ্ব) প্রযুক্তিতে অগ্রগামী ছিল এবং রয়ে গেছে, ‘তাই কিভাবে এর (ইসরাইলের) মোকাবেলা করা হবে তা ভাবাই অনেক কঠিন’। বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে উন্নত দেশগুলোর নাগরিকরা যখন চাইলেই ইসরাইলের নাগরিক হতে পারে, তখন তা মোকাবেলা করা আসলেই কঠিন।

রুশ এই দার্শনিক আরো বলেন, ‘অন্য কথায়, রাজনৈতিক ও ধর্মীয় ইহুদিবাদের আদর্শের সাথে একমত সমর্থকদের এক বৈশ্বিক নেটওয়ার্ক থেকে ইসরাইল উপকৃত হয়। এটি ইসরাইলকে কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, একটি নেটওয়ার্ক কাঠামো হিসেবেও একটি বড় সুবিধা দেয়।’
এই রাজনীতি বিশ্লেষক বলেন, ইসরাইলের পদক্ষেপগুলো মূলত তারা যেসব অঞ্চল দখল করেছে সেখানকার (ইহুদিবাদী) চরমপন্থী দলগুলোর সমর্থনে ‘বৃহত্তর ইসরাইল’ তৈরির একটি ইহুদিবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত। দুগিন ব্যাখ্যা করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার মন্ত্রীরাসহ এই কট্টরপন্থী দলগুলো মসিহের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ কারণে তাদের একটি লক্ষ্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করা এবং ‘থার্ড টেম্পল’ বা তৃতীয় মন্দির তৈরির জন্য আল-আকসা মসজিদকে ধ্বংস করা।
দুগিন আরো বলেন, ইসরাইল আঞ্চলিক সম্প্রসারণ এবং ‘বৃহত্তর ইসরাইল’ তৈরি করার উচ্চাকাঙ্ক্ষার অংশ হিসেবে লেবানন এবং তার বাইরে স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘‘সম্ভবত এখন লেবানন এবং তার বাইরে ইসরাইলের স্থল আক্রমণ দেখা যাবে সি-টু-সি বা সমুদ্র থেকে সমুদ্রে ‘বৃহত্তর ইসরাইল’ তৈরি করার জন্য। নেতানিয়াহু, তার কট্টর ডানপন্থী মন্ত্রী স্মতরিচ এবং বেন গভিরের প্রকল্পগুলো যতই ইউটোপিয়ান চরমপন্থী হোক না কেন, এগুলো এখনই আমাদের চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে।’’


আরো সংবাদ



premium cement
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান সংস্কারের পরই নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে এমডির সহযোগিতায় ৭৫ কোটি টাকা লোপাট : পর্ষদ ভেঙে দেয়ার দাবি ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পানি কমলেও বাড়ছে ভাঙন রেমিট্যান্সে সেপ্টেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি ৮০.২১ শতাংশ ‘ন্যায্যতাই’ কেবল বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই করবে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনে জড়িতদের জবাবদিহি করতে হবে : মার্কিন পররাষ্ট্র দফতর

সকল