৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে : আমিনুল হক

-

গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অসংখ্য ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
গতকাল দুপুরে রংপুর পীরগঞ্জ জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে বাচ্চাসহ দুধের গাভী, সেলাই মেশিনও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ হওয়া পরিবারদের অবদান এবং আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়। তাদের রক্তের বিনিময়ে এ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, তহিরুল ইসলাম তুহিন, এ বি এম এ রাজ্জাক, হাজী মো: ইউসুফ, মাহাবুব আলম মন্টু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো: নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, জাসাস ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


আরো সংবাদ



premium cement