২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ ফের চালু হচ্ছে

-

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই কার্যক্রম যেন চালু হয়, এটার জন্য টেন্ডার ফাইনাল পর্যায়ে আছে। এর সাথে নতুন করে আরো কিছু কাজ সংযোগ করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই বন্ধ হওয়া কাজ পুনরায় চালু হবে।
নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবের জন্যই এই প্রকল্পটা হাতে নেয়া হয়েছে। যেখানে ১৬ জোড়া ট্রেন চলতো, সেখানে যাতে আরো উন্নতি করতে পারি। আমাদের কাজের মধ্যে কিছুটা ছন্দপতন হয়েছে। রুট ঠিক না করলে ট্রেন ঠিকমতো চলতেও পারবে না আবার ট্রেনের সক্ষমতাও বাড়ানো যাবে না। তাই আমরা লাইনের প্রতি গুরুত্বারোপ করছি।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ রেলস্টেশনে নির্মাণ প্রকল্পটির কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল ইসলাম বলেন, এর আগে চায়না কোম্পানির যারা ছিল, তাদের ক্যাপাসিটি অথবা তারা কাজটা সঠিকভাবে করতে না পারার অভিজ্ঞতায় ঘাটতি ছিল। তারা আংশিক কাজ করে চলে গেছে। আমাদের আবার নতুন করে বাকি কাজের পুনঃদরপত্র আহ্বান করতে হয়েছে।


আরো সংবাদ



premium cement