২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দুদক চেয়ারম্যানের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

-

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তারা দুদকে পৌঁছলে সংস্থাটির প্রতিরোধ বিভাগের মহাপরিচালক (ডিজি) আকতার হোসেন তাদের স্বাগত জানান।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের সাথে বিশ্বব্যাংকের পাচার সম্পদ পুনরুদ্ধার কমিটির দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিশ্বব্যাংকের লিড ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোনস মেরি ভ্যান ডার ডজ ডি উইলেবয়িস এবং ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং।
সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আরো সংবাদ



premium cement