২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

চট্টগ্রামে জামায়াত নেতাসহ নিহত ২

-

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২ জন নিহত হয়েছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার (৩৫) হোসেন নিহত হয়েছেন। সোমবার উপজেলার পন্থিছিলা জলদাখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।
জানা যায়, জামায়াত নেতা আনোয়ার প্রতিদিনের মতো তার ছেলেকে সীতাকুণ্ড পৌর সদরের একটি নূরানী মাদরাসার ক্লাসে দিয়ে মোটরসাইকেযোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি পন্থিছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে পটিয়া বাড়ি আসার পথে একটি ড্রাম ট্রাক চাপায় মোহাম্মদ ফয়সাল(২২) নামে ১ মোটরসাইকেল চালক নিহত ও ২ জন আহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের কর্ণফুলী শিকলবাহার ইউনুস মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ ফয়সাল শিকলবাহা গ্রামের মীর আহমদ সওদাগরের ছেলে। কর্ণফুলী শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোবারক হোসেন বলেন, ওই যুবক সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছিল, রাতে ২ বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার সিএনজি যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে উপজেলার মঠখোলা সড়কের আঙিয়াদী লাউতলী বাজারে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার মঠখোলা জামালপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী রানু আক্তার (৩২), শ্রীরামদী গ্রামের শামীম মিয়ার স্ত্রী মর্জিনা (২৪) ও মেয়ে তাবাসসুম (৮) এবং সৈয়দগাঁও এলাকার ওয়াহিদ মিয়া (৪০)। এদের মধ্যে রানু আক্তারের অবস্থা সঙ্কটাপন্ন।
আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতীরা আশাশুনির সোদকোনায় দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এসডিএফ-এর নারী কর্মী রিজিয়া আহত হয়েছেন । গতকাল দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে । জানা গেছে রিজিয়া বালিয়াপুর গ্রামের আখতারুলের স্ত্রী । স্থানীয় ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । পরবর্তীতে তাকে উন্নত সেবার জন্য সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়।

 

 


আরো সংবাদ



premium cement