২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৯৯২ জন

-

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার ৯২২ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সবশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩ জন, ইসলামী শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষি বিজ্ঞানের পাঁচজন, গার্হস্থ্য অর্থনীতির ছয়জন, নার্সারির একজন, গণিতের ৫২ জন, দর্শনের ৯৯ জন, পদার্থবিদ্যার ৫১ জন, পালির একজন, পরিসংখ্যানের দু’জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোলের ১৩ জন, মনোবিজ্ঞানের সাতজন, রসায়নের ৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯ জন, সমাজকল্যাণের ১১ জন, সমাজবিজ্ঞানের পাঁচজন, সংস্কৃতের আটজন, হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামী আদর্শন) চারজন, টিটিসি (ইংরেজি) তিনজন, টিটিসি (ইতিহাস) দুইজন, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিনজন, টিটিসি (গণিত) পাঁচজন, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞাান) দুইজন, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুইজন, টিটিসি (ভূগোল) তিনজন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) একজন, টিটিসি (বিজ্ঞান) একজন, টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement