২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মশা নিধনে ভাটা বেড়েছে সংক্রমণ

২২ দিনে মৃত্যু ৫০, ভর্তি ১২০৫৯
-

মশক নিধন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ফলে বৃষ্টি বাড়ার সাথে সাথেই সারা দেশে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। চলতি সেপ্টেম্বর মাসে গতকাল সোমবার পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অপর দিকে চলতি মাসের গত ২২ দিনে দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ডেঙ্গু সংক্রমণের দিক থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ রোগী। অন্যান্য বিভাগে তুলনামূলক কম। ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে একই সময়ে ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ৮৫ জন ভর্তি হয়েছে হাসপাতালে।

 

 


আরো সংবাদ



premium cement