২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকের তথ্য আহবান

-

চলতি বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আহত ও নিহত সাংবাদিকদের নাম ও মোবাইলনম্বর প্রেরণ করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অনুরোধ করেছে। গতকাল সোমবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকদের ওপর সংঘটিত বিভিন্ন আক্রমণ ও হতাহতের ঘটনায় আমরা শোকাহত। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আহত ও নিহত সাংবাদিকদের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ এই পরিপ্রেক্ষিত, আহত ও নিহত সাংবাদিকদের পূর্ণ নাম, তাদের কর্মস্থলের নাম ও পদবি, পেশাগত দায়িত্ব পালনের সময় কোথায় এবং কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বা নিহত হয়েছেন, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগ নম্বর দিতে বলা হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এসব তথ্য দ্রুত পাঠিয়ে দিতে অনুরোধ করেছে, যাতে যথাযথভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় এবং আহত ও নিহত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে পারে। তথ্য প্রেরণের ঠিকানা: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২ সার্কিট হাউজ রোড, ঢাকা। ই-মেইল: <mdbjwt@gmail.com>, <ddbjwt2014@gmail.com>, dd@bjwt.gov.bd


আরো সংবাদ



premium cement