২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ থেকে হামলার অভিযোগ ভিত্তিহীন আরএসওর প্রত্যাখ্যান

-

বাংলাদেশ থেকে আরাকান আর্মির ওপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান এবং এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সার্বভৌম দেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সর্বদাই সম্মান করে আরএসও। আরএসও যেকোনো ধরনের অভিযানের পরিকল্পনা ও তা শুরু এবং এ ধরনের অভিযান পরিচালনা করে মিয়ানমারের অভ্যন্তর থেকে। আরাকান আর্মি খুব ভালো করেই জানে আরএসওর অবস্থান মিয়ানমারে কতটা শক্তিশালী এবং তা জেনেও মনোযোগ অন্য দিকে ফেরাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দাবি করে আরএসও জানায়, গণহত্যাকারী মাফিয়া ফোর্স হিসেবে আরাকান আর্মি যে রোহিঙ্গাদের হত্যা ও তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করছে তা বিশ্ববাসীর অজানা নয়। বরং মিয়ানমারের বিভিন্ন এলাকায় আরাকান আর্মি হত্যাসহ সবধরনের অপকর্ম আড়াল করতেই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের হামলার মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এক শ্রেণীর মিডিয়াকে তারা অর্থের বিনিময়ে ব্যবহার করছে।


আরো সংবাদ



premium cement