১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক ফোনেই ব্যবহার করা যাবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

এক ফোনেই ব্যবহার করা যাবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট - ছবি : সংগৃহীত

স্মার্টফোন আছে আর হোয়াট্সঅ্যাপ নেই, এই প্রজন্মের কাছে এমন ঘটনা একেবারেই অবিশ্বাস্য। বিভিন্ন ধরনের মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপই এখন সবচেয়ে জনপ্রিয়। কারণ, শুধু মেসেজ, ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে নয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রেও হোয়াট্সঅ্যাপ বেশ গুরুত্বপূর্ণ। এত দিন একটি মাত্র ফোন থেকে আগে একটিই অ্যাকাউন্ট খোলা যেত। খুব শিগগিরই এই নিয়মে বদল আসতে চলেছে।

মেটা সংস্থা হোয়াট্সঅ্যাপ জানাচ্ছে, কিছু দিনের মধ্যেই একটি ফোন থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে। তবে এই সুবিধা আপাতত অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্সনেই পাওয়া যাবে।

এই অ্যাপটি তার ইউজার্স ইন্টারফেজেও পরিবর্তন আনছে। অ্যাপের রঙেও কিছু কিছু পরিবর্তন আনতে চলেছে মেটা। তবে পুরো পদ্ধতিটি এখন ট্রায়ালের পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই সাধারণ মানুষ এই সুবিধা পেতে শুরু করবে।

১। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস মেনুতে যাবেন।
২। তারপর সেখান থেকে ডুয়াল অ্যাপ ফিচারটি খুঁজে বার করতে হবে।
৩। সেখান থেকে ক্লোন অপশনটিতে ক্লিক করতে হবে।
৪। এরপর নতুন ভার্শনটিতে অন্য একটি নাম দিয়ে সেভ করতে হবে।
৫। এবার মোবাইলের হোমস্ক্রিনে ফিরে এলে হোয়াট্সঅ্যাপের দু’টি আলাদা আইকন দেখতে পাবেন।
৬। নতুন আইকনটিতে আলাদা করে নাম, স্টেটাস দিয়ে আলাদা করে সেভ করে নিলেই হবে।

তবে এই সুবিধা এখনই বাজারে আসছে না। বিশেষ এই সুবিধা পেতে গেলে সাধারণ মানুষকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement