১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হারানো মোবাইল এবার ফেরত আসবেই!

হারানো মোবাইল এবার ফেরত আসবেই! - ছবি : সংগৃহীত

বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ ফোনের মাধ্যমেই করা হয়। এর মধ্যে যদি কারো ফোন আচমকা হারিয়ে যায়, বা চুরি হয়ে যায় তাহলে তাকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু, এই সমস্যা সমাধানের জন্য ভারত সরকার নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে। কারো ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তাদের জন্য স্বস্তির খবর।

কারণ ভারত সরকার এমন একটি ওয়েবসাইটের চালু করতে চলেছে, যা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করতে সহায়তা করবে ৷ sancharsaathi.gov.in নামের ওই পোর্টালটিকে নতুন করে সাজানো হচ্ছে এবং ১৭ মে বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবস উপলক্ষে এটি চালু করা হবে। এর মাধ্যমেই হারিয়ে যা বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়া সম্ভব হবে।

sancharsaathi.gov.in নামের এই নতুন পোর্টালটি লোকেদের তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন ট্র্যাক করতেও সাহায্য করবে। টেলিকমিউনিকেশন বিভাগের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই তথ্য দেয়া হয়েছে। মোদি সরকার নতুন এই পোর্টাল sancharsaathi.gov.in নতুন করে সাজিয়ে তুলছে, যাতে এর মাধ্যমে ভারতের জনতার উপকার হয়।

ভারতের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ১৭ মে, ২০২৩ sancharsaathi.gov.in পোর্টাল চালু করবেন। এখনও পর্যন্ত এই পোর্টালটি শুধুমাত্র দিল্লি এবং মুম্বই সার্কেলে কাজ করছে। ১৭ মের পর থেকে sancharsaathi.gov.in পোর্টালটি সারা দেশে কাজ করা শুরু করবে। এটি সমস্ত টেলিকম সার্কেলের সঙ্গে সংযুক্ত হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনগুলিকে ট্র্যাক করবে৷

sancharsaathi.gov.in পোর্টালে মোবাইল ব্যবহারকারীরা কী করতে পারেন?

sancharsaathi.gov.in পোর্টালের সাহায্যে, ব্যবহারকারীরা তাদের সিম কার্ড নম্বর অ্যাক্সেস করতে পারেন এবং অন্য আইডির মাধ্যমে সিম ব্যবহার করে যে কাউকে ব্লক করতে পারেন। Sancharsaathi নাগরিকদের তাদের নামে ইস্যু করা মোবাইল কানেকশনগুলো জানতে, সংযোগ বিচ্ছিন্ন করতে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্লক/ট্রেস করতে এবং পোর্টালে দেয়া তথ্য অনুসারে নতুন/পুরনো মোবাইল ফোন কেনার সময় সরঞ্জামের সত্যতা যাচাই করতে অনুমতি দেয়।

সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে পঞ্চদশ সংশোধনী ঘিরে যা ঘটেছিল প্রস্তুতি ম্যাচেও পিছু ছাড়েনি টপ অর্ডার অস্বস্তি শিগগির প্রধান উপদেষ্টার সাথে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির চুয়াডাঙ্গায় শীতে জবুথবু, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন দেশে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান

সকল