২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন ফিচার নিয়ে আসছে আইফোন, নেটওয়ার্ক না থাকলেও যাবে ফোন

নতুন ফিচার নিয়ে আসছে আইফোন, নেটওয়ার্ক না থাকলেও যাবে ফোন - ছবি : সংগৃহীত

আগামী দু’সপ্তাহের মধ্যেই আসতে পারে আইফোন ১৩। তবে এবারের মডেলে থাকছে অবিশ্বাস্য কিছু ফিচার। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কিছু না বলবেও খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। নতুন এ ফিচারে ফোনে যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে সহজেই। এর আগে ‘ই-সিম’ সুবিধা ছিল বাজারে আসা আইফোনের কিছু মডেলে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মিং চি ক্যু দাবি করেছেন, ‘লো আর্থ অরবিট স্যাটেলাইট’ বা ‘এলইও’-র সাহায্য নেয়া হবে প্রতিষ্ঠানটির নতুন মডেল আইফোন ১৩-তে। ফলে নেটওয়ার্ক না থাকলেও ফোন করতে পারবেন ব্যবহারকারী।

এই প্রযুক্তিটি ঠিক কী?
সাধারণত ভূপৃষ্ঠ থেকে কম দূরত্বে যে উপগ্রহগুলো রয়েছে, সেগুলোকে ‘এলইও’ বলে। এগুলো মূলত ব্যবহার করা হয় ভূ-পর্যবেক্ষণের জন্য। সহজ করে বললে আবহাওয়া, খনিজ সম্পদের চিহ্নিতকরণ, সমুদ্রে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা চিহ্নিত করতে এই উপগ্রহগুলোর সাহায্য নেয়া হয়। পৃথিবীর কাছাকাছি থাকা এই উপগ্রহগুলোর সাহায্যে সরাসরি ফোন করার ব্যবস্থা থাকবে এই আইফোন ১৩-তে।

ক্যু দাবি করেছেন, কোয়ালকমের নির্দিষ্ট এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকবে নতুন এই মডেলে। সেই চিপের সাহায্যেই ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল বা ম্যাসেজ করতে পারবেন ব্যবহারকারী। আমেরিকার সংস্থা গ্লোবালস্টারের সাথে এ ক্ষেত্রে কাজ করতে হবে আইফোন উৎপাদনকারী অ্যাপলকে। ইতোমধ্যে এই সংস্থার তরফ থেকে একটি গবেষকদল এই নিয়ে কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন। অ্যাপলও মনে করে, এই ফোনের মাধ্যমে এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে সাধারণ মানুষের।


আরো সংবাদ



premium cement
সাবেক প্রতিমন্ত্রী পলকের সহযোগী গ্রেফতার দেশের স্বার্থে আমরা জামায়াতের সাথে একাত্ত : মির্জা আব্বাস বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ব্যাটিং ধসে নিউজিল্যান্ডের কাছে হারল শ্রীলংকা জামায়াত শাসনভার পেলে শাসক হবে না, সেবক হবে : মাওলানা রফিকুল ইসলাম পাকিস্তান-আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ২২ মহাখালীতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ই-সিগারেটের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি রোববার থেকে নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু : উপদেষ্টা জামালপুরে কিশোরের লাশ উদ্ধার, গ্রেফতার ৩ মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

সকল