১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এনড্রয়েড স্মার্টফোন দেবে ভূমিকম্পের আগাম সতর্কতা

- সংগৃহীত

গুগল ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা যুক্ত করে মঙ্গলবার বলেছে, ভূকম্পন শনাক্ত করতে তারা এনড্রয়েড স্মার্টফোনের ক্ষমতা দ্বিগুণ করতে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং শরিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বাস্তবায়িত ভূমিকম্পের আগাম সতর্কতা ব্যবস্থা “সেকএলার্ট” এর মাধ্যমে এনড্রয়েড ফোন এই সতর্ক সংকেত পাবে।

সিস্টেম ওয়েবসাইট জানায়, দেশজুড়ে শত শত সিসমোমিটার থেকে পাওয় সংকেত ব্যবহার করে সেকএলার্ট এই বার্তা দেবে যে, “ভূমিকম্প শুরু হয়েছে এবং ভূমি কাঁপছে।”

ব্লগ পোস্টে প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার মার্স স্টগেইটস বলেন,“ এনড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য আমরা যথা সময়ে ভূমিকম্পের তথ্য পেতে সহায়ক সিস্টেমের সম্ভাবনা দেখতে পেয়েছি। যখন তারা সার্চ করবে কয়েক সেকেন্ডের মধ্যে তারা সতর্ক সংকেত পাবে এবং এতে তাদের প্রয়োজনীয় সতকতামূলর্ক ব্যবস্থা নিতে পারবে।” সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement