০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

প্রথমবারের মতো দেশী সিইও পেলো জিপি

প্রথমবারের মতো দেশী সিইও পেলো জিপি - ছবি : সংগৃহীত

বাংলাদেশে গ্রামীণফোনের দীর্ঘ যাত্রায় প্রথম বারের মতো দেশীয় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১ ফেব্রয়ারি থেকে সিইও পদে যোগ দেবেন বাংলাদেশী ইয়াসিন আজমান। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আসার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে মাস থেকে ডেপুটি সিইও ও সিএমও’র দায়িত্ব পালন করছেন।

এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আজমান গ্রামীণফোনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। মাইকেল ফোলি আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইয়াসির আজমানের নতুন দায়িত্বে আসা নিয়ে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে, আজমান আমাদের বাংলাদেশি অপারেশনের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে গ্রামীণফোনের সিইও হচ্ছেন। এটি টেলিনর ও গ্রামীণফোনের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’

‘গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও হিসাবে আজমান টেলিনর গ্রুপের সব থেকে বাণিজ্যিকভাবে সফল অপারেশন পরিচালনা করে আসছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসাবেও তার নতুন চ্যালেঞ্জে একইভাবে সফল হবেন।’

মাইকেল ফোলি ২০১৭ সালের মে মাসে গ্রামীণফোনের সিইও হিসাবে দায়িত্ব গ্রহণের আগে টেলিনর পাকিস্তান ও বুলগেরিয়ার সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ফারবার্গ আরও বলেন, দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। তিনিই এই পদে প্রথম বাংলাদেশি।

 


আরো সংবাদ



premium cement
মেহেরপুরে সড়কে আহত ডিসি অফিস কর্মকতার চিকিৎসাধীন মৃত্যু বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে শেরপুরের কৃষকদের দূষিত শহরের তালিকার আবারো শীর্ষে ঢাকা ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা

সকল