১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ধর্ম উপদেষ্টার সাথে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলার সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টার সাথে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলার সাক্ষাৎ - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলার নেতারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর ইস্কাটন বিরাম মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মুসলিম পারিবারিক আইন সংশোধন, ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ, তালাক এবং বাল্য বিবাহ-সংক্রান্ত বিষয়, কওমী মাদরাসা সনদের কার্যকর, ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করা, কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করা এবং পবিত্র হজ্ব ও উমরার খরচ কমিয়ে আনতে যথাযথ উদ্যোগ ও কার্যকর পদক্ষেপসহ ১০টি বিষয় নিয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা শফিকুল সুরইঘাটী, সাবেক মুহাদ্দিস মালিবাগ মাদরাসা ঢাকা, সভাপতি খতমে নবুওত সংরক্ষণ কমিটি সিলেট, সৈয়দ ছালিম কাসেমী, সাধারণ সম্পাদক খতমে নবুওত সংরক্ষণ কমিটি সিলেট, মাওলানা জামাল উদ্দীন, মুহাদ্দিস ও মুফতী, মাওলানা শিব্বির আহমদ বিশ্বণাথী, মুহতামিম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, মাওলানা ইছমতুল্লাহ সিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট, মাওলানা নুরুল হক, মুহতামিম জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ, মাওলানা রশিদ আহমদ বিশ্বণাথী, মাওলানা ওয়ারিছুদ্দিন, অধ্যক্ষ দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদারাসা বুরুঙ্গা, মাওলানা শাকির মুহাদ্দিস ও খতিব, ফজলুর রহমান, শূরা সদস্য বিশ্বনাথ মাদরাসা, মাওলানা রেজাউল কারীম, মুহাদ্দিস ও লেখক, মাওলানা রুহুল আমীন নগরী, সম্পাদক সিলেট রিপোর্ট, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, সাংবাদিক ও লেখক প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

সকল