চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২
খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার (৮৯) লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত বুধবার বিকেলে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেয়া হয়।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার রোববার রাতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেয়া হয়েছে।
বাংলাদেশের পাপেটম্যান হিসেবেখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন।
মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া জানান, বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।