এবারই প্রথম স্কলারশিপ নিয়ে চীন যাচ্ছে বিকেএসপির দুই খেলোয়াড়
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ২৫ আগস্ট ২০২৪, ১৩:৩৮
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবারই প্রথম দুই খেলোয়ার স্কলারশিপ নিয়ে চীন যাচ্ছে।
রোববার বেলা সোয়া ১১টায় বিকেএসপির ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মোন মিজানুর রহমান বিকেএসপির হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের বিশেষ স্কলারশিপ নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির দুই শিক্ষার্থী ফুটবল বিভাগ থেকে কুরশিয়া জান্নাত এবং বক্সিং বিভাগ থেকে আহম্মেদ ফয়সাল চঞ্চলকে বিশেষ এই স্কলারশিপ প্রদান করা হয়।
এর আগে, গত ১৫ মে ২০২৪ তারিখে বিকেএসপিতে অনুষ্ঠিত চীনের ইউনান শহরে অবস্থিত ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপির প্রাথমিক পর্যায়ে এক সমঝোতা চুক্তি করা হয়। ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতা চুক্তির শুভেচ্ছা স্মারক হিসেবে ইউনান বিশ্ববিদ্যালয় এ বছর বিকেএসপির দুই খেলোয়াড়কে স্কলারশিপ প্রদান করেন। এই দুই খেলোয়াড় আগামী ৩০ আগস্ট চীনের উদ্দেশে গমন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় বিকেএসপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা