২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই : আসিফ মাহমুদ

নিজ কার্যালয়ে আসিফ মাহমুদ - ছবি - ইন্টারনেট

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করব।’

রোববার সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর তিনি এ কথা বলেন।

আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা এবং সকালে উপদেষ্টার নিজ নিজ মন্ত্রণালয় গেলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা।

এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, ‘ঠিক যতদিন দরকার, আমরা ততদিনই থাকব এই দায়িত্ব পালন করতে। আমাদের যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের কারোই ক্ষমতা ধরে রাখার অভিলাষ নেই।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement