২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ার ঘটনায় গুজবে বিভ্রান্ত না হতে আইএসপিআরের আহ্বান

- ছবি : ইউএনবি

সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বুধবার আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের মধ্যে ভুল বুঝাবুঝি প্রসঙ্গে এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, জনগণের জান-মাল রক্ষার্থে গত সোমবার সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানা এলাকায় যায়। থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় পুলিশের গুলিতে টহল দলের উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন। এছাড়াও রাবার বুলেটে আহত হন কয়েকজন সেনাসদস্য। আহতদের নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশে রওয়ানা হলে থানা ও আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি চালাতে থাকে। এ সময় দ্রুততার সাথে তাদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।

বিবৃতিতে আরো জানানো হয়, পুলিশ সদস্যরা সেনানিবাসে আশ্রয় নিয়েছে এমন তথ্য পেয়ে বিক্ষুব্ধ জনতা সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয়। পুলিশ সদস্যদের তাদের কাছে হস্তান্তরের দাবি জানায়। এ সময় পুলিশ সদস্যদের নিরস্ত্র করে, পরিচয় নিশ্চিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেয়া হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে অনুরোধ করা হলো।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালিত হলে কোথাও বৈষম্য থাকবে না দিল্লীকে ‘বাংলাদেশী’ মুক্ত করার ঘোষণা দিলেন অমিত শাহ নদী গবেষণা ইনস্টিটিউটের ভিজিবিলিটি বাড়াতে হবে : উপদেষ্টা রিজওয়ানা রাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের নোয়াখালীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু গাজার জনগণের ওপর যে পরিমাণ বোমা ফেলা হয়েছে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না : মাহমুদ আব্বাস

সকল