২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গর্ভে সন্তান নিয়ে অলিম্পিকে দেশের জন্য লড়াই মিসরের তরুনীর

নাদা হাফেজ - ছবি : সংগৃহীত

রিয়ো, টোকিয়োর পর প্যারিস। গত দু’বারের মতো এবারের অলিম্পিকেও নারীদের ফেন্সিংয়ে মিসরের প্রতিনিধিত্ব করেছেন নাদা হাফেজ। পেশায় তিনি প্যাথলজিস্ট। গত দু’বারের মতো তিনি একা লড়াই করেননি। প্যারিসে তার সঙ্গী গর্ভে থাকা সাত মাসের সন্তান।

প্যারিসে প্রথম ম্যাচে নাদার প্রতিপক্ষ ছিলেন নারীদের ফেন্সিংয়ে বিশ্বক্রমতালিকায় ১০ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কি। তাকে হারিয়ে অলিম্পিক অভিযান শুরু করেন নাদা। ১৫-১৩ ব্যবধানে জিতে নজর কাড়েন তিনি। শেষ ১৬-এর লড়াইয়ে ৭-১৫ ব্যবধানে তিনি হেরে যান দক্ষিণ কোরিয়ার হা ইয়াং জিয়োনের কাছে।

ওই ম্যাচ হারার পর নাদা জানান, তিনি অলিম্পিক খেলতে িএসেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়।

তার কথা শুনে চমকে ওঠে সকলেই।

গর্বিত নাদা বলেন, ‘আমি ও আমার সন্তান প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি। শারীরিক এবং মানসিকভাবে আমরা লড়াই করতে পেরেছি। এটা গর্বের। এই লড়াই আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে।’

অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিক খেলতে পারার জন্য নাদা ধন্যবাদ জানান তার স্বামী ইব্রাহিম ইবাব এবং পরিবারের অন্যরা।

কায়রোর এই বাসিন্দা বলেন, ‘গর্ভাবস্থার এই যাত্রা সহজ নয়। জীবন ও খেলার মধ্যে ভারসাম্য বজায় রেখে এই লড়াই আমার কাছেও সহজ ছিল না। তাই এই লড়াই আমার কাছে খুব মূল্যবান। স্বামী ও পরিবারের অন্যদের পাশে না পেলে এত দূর আসতে পারতাম না।’

দেশে ফিরে কিছু দিন খেলা থেকে দূরে থাকার কথা জানান ২৬ বছরের ফেন্সার। সন্তানের জন্ম দেয়ার পর সুস্থ হয়ে আবার তলোয়াল হাতে লড়াই করতে নামবেন দেশের জন্য।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement