১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

ঢাকার বাইরের মানুষ ‘ইন্টারনেটের বাইরে’

- ছবি - ইন্টারনেট

রাজধানী ঢাকার কোনো কোনো অঞ্চলে মঙ্গলবার রাতে কিছুক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হলেও পরে গ্রাহকরা জানান যে তারা ইন্টারনেট পাচ্ছেন না। যারা পাচ্ছেন, তারা বলছেন ‘গতি স্লো’।

তবে ঢাকার বাইরের অনেক এলাকার মানুষ একেবারেই ইন্টারনেট পাচ্ছেন না।

কুমিল্লার স্থানীয় সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী বুধবার বেলা ২টার দিকে বলেন, ‘রাতে এক ঝলক আসছিল। আজকে সকালে ১০ মিনিটের জন্য পাওয়া গেছিল। আর পাওয়া যায়নি।’

গতকাল বরিশালের কোনো কোনো গ্রাহক সীমিত পরিসরে টেলিটকের ইন্টারনেট ব্যবহার করতে পেরেছিলো। কিন্তু তা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি এবং ‘আজ বিটিসিএল ইন্টারনেট দিচ্ছে না’ বলে জানান বরিশালের স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম।

প্রায় একই অবস্থা খুলনাতেও। সেখানকার স্থানীয় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বলেন, ‘গতকাল রাত ১০টার পর বাসায় ওয়াই-ফাই পেয়েছিলাম, কিন্তু অনেক ধীরগতির ছিল। এখন কোথাও আছে, কোথাও নেই।’

রাজশাহী, সিলেট ও রংপুরে খোঁজ নিলে সেখান থেকেও একই তথ্য পাওয়া যায়। গাজীপুর থেকে স্থানীয় সাংবাদিক মাসুদ রানা বলেন, শুধু শিল্পকারখানার ভেতরে ইন্টারনেট পাওয়া যাচ্ছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল