১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাংবাদিক নির্যাতনকারী রাসেলের বহিস্কার চায় ডিইউজে

- ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম রাসেল কর্তৃক দৈনিক যুগান্তরের রিপোর্টার রফিকুল ইসলামকে নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিইউজে একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে গত সোমবার (৮ জুলাই) মাহমুদুল আলম রাসেল বিনা কারণে সন্ত্রাসী কায়দায় সাংবাদিক রফিকুল ইসলামের ওপর চড়াও হন। তাকে কিল-ঘুষি ও চড় মারেন। রাসেলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে শোকজের নির্দেশনা দিয়েছেন এবং দলীয় কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। কিন্তু ডিইউজে এ ধরনের সন্ত্রাসীকে দল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছে। রাসেলের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট তৈরিতে কোনো উস্কানি দিচ্ছেন কি না সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।

বিবৃতিতে ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সাথে জড়িত রাসেলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণই কেবল সাংবাদিক সমাজের সাথে দলটির সম্পর্ককে আরো গভীর ও হৃদয়স্পর্শী করতে পারে।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement