২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওয়াইল্ড কার্ড পেয়েও অলিম্পিক অনিশ্চিত ফিলিস্তিনি বক্সারের

ওয়াইল্ড কার্ড পেয়েও অলিম্পিক অনিশ্চিত ফিলিস্তিনি বক্সারের - ছবি : সংগৃহীত

প্রতিদিনই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কোচের নির্দেশনা দেখতে হয় ওয়াসেম আবু সালকে। তিনি ফিলিস্তিনের বক্সার। আইওসির ওয়াইল্ড কার্ড পেয়ে তিনি প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার অপেক্ষায়।

কিন্তু মিসরে অবস্থান করা তার কোচ আহমেদ হারারা ফিলিস্তিনের রামাল্লায় গিয়ে ওয়াসেমকে কোচিং করাতে পারছেন না। কারণ ফিলিস্তিনের ওই অংশ বাইরের কারো প্রবেশে নিষেধাজ্ঞা ইসরাইলি কর্তৃপক্ষের।

আবার শেষ পর্যন্ত ওয়াসেম যে পশ্চিম তীর থেকে বেরিয়ে প্যারিস যেতে পারবেন সেই নিশ্চয়তাও নেই। কেননা ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে কাউকে বেরও হতে দিচ্ছে না।

যদি ইসরাইলি বাহিনী অনুমতি দেয়, তবে প্রথম ফিলিস্তিনি বক্সার হিসেবে অলিম্পিকে খেলার ইতিহাস গড়বেন ওয়াসেম আবু সাল।


আরো সংবাদ



premium cement