৪ জেলায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ২৩:৫৮
সিলেট, কুষ্টিয়া, রংপুর ও দিনাজপুরে পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে রংপুরে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
নিহত শিশু আজমাইন (১১) স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণি ও জিম (৭) ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আজমাইন ভুরারঘাট এলাকার আনিসুল ইসলামের মেয়ে এবং জিম একই এলাকার রতন মিয়ার ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ শিশুর লাশ উদ্ধার করে বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান।
এছাড়াও দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে পড়ে বিশাল হেম্রম নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেকজন পানিতে পড়ে গেলেও তাকে জীবিত উদ্ধার করা হয়।
নিহত বিশাল হ্রেমম মরিচা ইউনিয়নের খামার খড়িকদম গ্রামের অনিল হেম্রমের ছেলে। জীবিত উদ্ধার হয়েছে বৈঠক হেম্রমের ছেলে লয়েন হেম্রমকে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঢেপা নদীর পাড়ে খেলার সময় শিশু বিশাল ও লয়েন পানিতে পড়ে গিয়েছিল। স্থানীয়রা লয়েনকে উদ্ধার করতে পারলেও মারা গেছে বিশাল হেম্রম।
ওসি আরও জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি ইউডি মামলা করা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে এক পোশাক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ছাকির প্রামাণিক (১৮) চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে।
চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, ছাকির বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিলেটে পানিতে ডুবে নিম্বার আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিম্বার আলী শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। হেঁটে যাওয়ার সময় রাস্তায় থাকা পানিতে ভুলবশত পা ফেলে গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হতে পারে।
নিম্বার আলী উপজেলার ৩ নম্বর তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফ আহমেদ বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা