দেশে ফিরেছেন ৩৯২০ হাজি, মারা গেছেন ৩৫ জন
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুন ২০২৪, ০৯:৫৮
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দুই দিনে দেশে ফিরেছেন তিন হাজার ৯২০ জন বাংলাদেশী হাজি। অন্যদিকে হজে গিয়ে মোট ৩৫ জন বাংলাদেশী মারা গেছেন।
শনিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ফিরেছেন তিন হাজার ৯২০ জন হাজি। এজন্য মোট ১০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এবার বাংলাদেশ থেকে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাসের ফ্লাইট ৩৭টি।
ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
অন্যদিকে সৌদি আরবের মোট ৩৫ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ যশোরের অভয়নগরের মো: শহিদুল ইসলাম (৪৯) নামে একজন হজযাত্রী মারা গেছেন।
মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। মক্কায় ২৮ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজন মারা গেছেন।