২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। - ছবি : ইউএনবি

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) সিইও ইলন মাস্ক।

বুধবার মামলার নির্ধারিত শুনানির ঠিক আগে কোনো কারণ না দেখিয়েই মামলা তুলে নেন তিনি।

এর আগে ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিসকোর কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছিলেন মাস্ক।

অভিযোগে তিনি বলেন, এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল, মুনাফার পেছনে না দৌড়ে মানবতার কাজে লাগানো। কিন্তু এর প্রতিষ্ঠার তা লঙ্ঘন করেছেন।

সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় মাস্ক বলেন, ওপেনএআই তৈরিতে তিনি যখন অর্থায়ন করেন, তখন তিনি এআই সংস্থাটিকে একটি অলাভজনক হিসেবে রাখতে অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যানের সাথে একটি চুক্তি সই করেন। সে চুক্তিতে বলা হয়, জনসাধারণের সুবিধার জন্য প্রযুক্তি বিকাশ করবে এবং ব্যক্তিগত লাভের বদলে এটি উন্মুক্ত করে দেয়া হবে।

তবে, মাইক্রোসফ্টের থেকে বিনিয়োগ নেয়ার মাধ্যমে ওপেনএআই এবং এর শীর্ষ নির্বাহীরা সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং কোম্পানির উদ্দেশ্যকে বিকৃত করেছে বলে অভিযোগ ইলন মাস্কের।

বেশিরভাগ আইন বিশেষজ্ঞ বলছেন, মাস্ক যে চুক্তি লঙ্ঘন, বিশ্বস্ত দায়িত্ব লঙ্ঘন এবং অন্যায্য ব্যবসায়িক অনুশীলনের অভিযোগ করছেন সেসব নিয়ে আদালতে সফল হওয়ার সম্ভাবনা কম।

মঙ্গলবার মামলা খারিজের জন্য নোটিশ দাখিল করেন মাস্কের আইনজীবী। তবে কেন এই সিদ্ধান্ত তা নোটিশে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মাস্কের আইনজীবী এবং ওপেনএআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement