১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের ট্রেনযাত্রায় বিলম্ব, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

- ছবি - ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনযাত্রায় বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।

বাড়ি যাওয়ার জন্য যারা গত ২ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই আজ বুধবার ট্রেনে চেপেছেন।

সকালে থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল সেইসব যাত্রীদের ভিড়। কিন্তু সিলেটের পারাবাত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরি করায় প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাচ্ছিল শিশুসহ বয়স্করা।

এদিকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ছাড়ার কথা সকাল সাড়ে ৬টায়, সেই ট্রেন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়। সকাল সোয়া ৮টায় পারাবাত এক্সপ্রেস ১ নম্বর প্ল্যাটফর্মে আসে। সকাল ৮টা ৩৩ মিনিটে কমলাপুর ছেড়ে যায়।

কিশোরগঞ্জের এগারোসিন্ধুর প্রভাতী ছাড়ার সময় ৭টা ১৫ মিনিটে। সাড়ে ৮টার সময়ও যাত্রীরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা ১০ মিনিট দেরি করে বেলা ৯টা ২৫ মিনিটে এগারোসিন্ধুর ট্রেন ঢাকা ছেড়ে যায়।

চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতী এক্সপ্রেস পৌনে ৮টায় যাওয়ার কথা, সেই ট্রেনও ১৫ মিনিট দেরি করে বেলা ৮টায় ছেড়ে যায়।

রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় বেলা ৯টা ১০ মিনিট। ট্রেনটি প্ল্যাটফর্মে আসে ৯টা ৩০ মিনিটে। আর ছেড়ে যায় ১০টা ৫ মিনিটে।

দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ৯টা ২৫ মিনিটে ছাড়ার কথা, বেলা মাড়ে ১০টার সময়ও ট্রেনটি ছেড়ে যায়নি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘ঈদের আগে প্রতিদিন ঢাকা থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১২টি ট্রেন ছেড়েছে।’

তিনি বলেন, ‘সকালে পারাবাত এক্সপ্রেস এবং এগারোসিন্ধুর এক্সপ্রেস কিছুটা দেরি করেছে। বাকি ট্রেনগুলো খুব বেশি দেরি করেনি।’

দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। গত কয়েকবারের মত এবারো ঈদের আগাম ট্রেনের টিকেট বিক্রি হয়েছে অনলাইনে। ঈদ উপলক্ষ্যে এবার ২০টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল