১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল - ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মমতাময়ী মা শামসুন্নাহার বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি আজ মঙ্গলবার ভোররাত ৩টায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার সাত ছেলে, এক মেয়ে রয়েছে।

আজ বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানজা অনুষ্ঠিত হবে।এখান থেকে সরাসরি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি মহাসচিবের শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলামের মাতা শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘শামসুন্নাহার বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকার সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমা শামসুন্নাহার বেগম তার মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএফইউজে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, সমাজ হিতৈষী ও মানবদরদী ছিলেন।মহান আল্লাহ দরবারে মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার প্রার্থনাও জানান তারা।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলামের মাতা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএসপিপি নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, পরোপকারি, সমাজ হিতৈষী ও মানবদরদী ছিলেন। তারা মহান আল্লাহ দরবারে মরহুমার জান্নাত কামনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

সকল