আমানসিম সাওতুল কোরআন বিজয়ীদের চেক হস্তান্তর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৪, ১৫:৪৫
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আমানসিম সাওতুল কুরআন-২০২৪’ সিজন-৯ এর বিজয়ীদের জন্য ঘোষিত নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার রাজধানীর অদূরে কেরানীগঞ্জে গ্রিণভিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজয়ী চার প্রতিযোগীরা হলো সুনামগঞ্জের ক্বারী মুহসিন আহমাদ মাহদী চ্যাম্পিয়ন, প্রথম রানার্স-আপ বরিশালের ক্বারী মুমিনুল ইসলাম, দ্বিতীয় রানার্স-আপ কক্সবাজারের শাহ তাসনিমুল হাসান জুনায়েদ এবং তৃতীয় রানার্স-আপ ঢাকার শাহাদাত হোসেন সিয়াম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিন লাখ, প্রথম রানার্স-আপ দুই লাখ, দ্বিতীয় রানার্স-আপ এক লাখ এবং তৃতীয় রানার্স-আপ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে।
উল্লেখ্য, প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হয়েছে।
গ্রিণভিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজাপতি মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাওতুল কোরআন ২০২৩-এর প্রধান বিচারক শায়েখ হাফেজ, ক্বারী গোলাম মোস্তফা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফেজ ক্বারী আবুল হোসাইন এবং অনুষ্ঠানের বিচারক হাফেজ ক্বারী আবু সালেহ মো: মুসা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা