১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একমাত্র বেভারেজ পার্টনার হিসেবে পেপসিকোর সাথে স্টার সিনেপ্লেক্সের চুক্তি স্বাক্ষর

- ছবি : সংগৃহীত

ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ (পেপসিকো) এবং শো-মোশন লিমিটেডের (স্টার সিনেপ্লেক্স) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী দেশের সব স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ।

সম্প্রতি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা ও শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সম্পর্কে দিপেন্দর সিং তিওয়ানা বলেন, ‘ট্রান্সকম বেভারেজেস স্টার সিনেপ্লেক্সকে সব সময়ই একটি দীর্ঘস্থায়ী স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের লিডিং বেভারেজ কোম্পানি হিসেবে দেশের প্রিমিয়ার সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তি রিনিউ করতে পেরে আমরা খুবই গর্বিত। আমরা আমাদের গ্রাহকদের পেপসি ও পপকর্ন অর্থাৎ মুভি দেখার পারফেক্ট কম্বোটা দেয়ার জন্যই একত্র হয়েছি।’

মাহবুব রহমান বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বেভারেজ পার্টনার পেপসিকোকে ধন্যবাদ জানাতে চায়। কারণ, গত ১৮ বছরে স্টার সিনেপ্লেক্সকে সবার প্রিয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করায় পেপসির অবদান অসামান্য। দেশের মুভি-কালচারকে সমৃদ্ধ করতে আমরা এই পার্টনারশিপকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

চুক্তি চলাকালীন বাংলাদেশের প্রধান শহরগুলোতে ১০০টি স্ক্রিন চালু করবে স্টার সিনেপ্লেক্স। এর মাধ্যমে স্টার সিনেপ্লেক্স ও পেপসিকো বাংলাদেশে তাদের প্রতিশ্রুতি রক্ষার্থে একসাথে কাজ করবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

সকল