হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ বাংলাদেশী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০২৪, ১১:২৮
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ বাংলাদেশী হজযাত্রী।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বুধবার পর্যন্ত সর্বমোট ৩৬ হাজার ৯৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৩ হাজার ২৪২ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৩টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৩১৮টি। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৭ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ ইস্যু হয়েছে।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ অ্যাজেন্সির সংখ্যা ২৫৯টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা