হোন্ডার বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ ঘোষণা, লক্ষ্য যুক্তরাষ্ট্র-চীনের বাজার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ১২:০৭
জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহন (ইভি) সরবরাহ করতে ২০৩১ অর্থ বছরের মধ্যে ১০ ট্রিলিয়ন ইয়েন (৬৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।
বৃহস্পতিবার (১৬) টোকিওভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘মোটরসাইকেলসহ এর মতো ছোট বাহনের ক্ষেত্রে ইভি যে সবচেয়ে কার্যকর সমাধান এই বিশ্বাস হোন্ডা এখনো বদলায়নি।’
বিবৃতিতে আরো বলা হয়, ২০৩০ সালের মধ্যে ব্যাটারি ইভি ও জ্বালানি সেল ইভি হোন্ডা মোটর কোম্পানির বিশ্বব্যাপী যানবাহন বিক্রয়ের ৪০ শতাংশ দখলে নেবে এবং ২ মিলিয়নেরও বেশি ইভির জন্য বিশ্বব্যাপী উৎপাদন ক্ষমতা অর্জন করবে।
কোম্পানিটির প্রধান নির্বাহী তোশিহিরো মিবে সাংবাদিকদের বলেন, ‘আমরা টেকসই লক্ষ্য অর্জনের জন্য জীবনযাত্রার পরিবর্তনে অগ্রণী হয়ে উঠব, অন্য কারো মোকাবিলার জন্য অপেক্ষা করব না।’
তোশিহিরো মিবে বলেন, ‘শূন্য দুর্ঘটনার লক্ষ্য নিয়ে হোন্ডা উৎপাদন সারিতে হাইব্রিড গাড়ি রাখছে। কারণ এতে ব্যাটারির কার্যকারিতা বেড়ে যায় এবং সেগুলো তুলনামূলক পাতলা হয়। ফলে বৈদ্যুতিক যানবাহনের ক্ষমতা বেড়ে যায়।’
হোন্ডা জানিয়েছে, ১০ ট্রিলিয়ন ইয়েন (৬৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের মধ্যে প্রায় ২ ট্রিলিয়ন ইয়েন (১৩ বিলিয়ন ডলার) সফটওয়্যার নিয়ে গবেষণা ও উন্নয়নে এবং আরো ২ ট্রিলিয়ন ইয়েন (১৩ বিলিয়ন ডলার) যুক্তরাষ্ট্র, কানাডা এবং চীনের মতো প্রধান বাজারগুলোতে বড় পরিসরে ইভি’র সরবরাহ ব্যবস্থা তৈরিতে ব্যয় করা হবে।
সূত্র : ইউএনবি