০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন

গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন - ছবি : ইউএনবি

সব ধরনের নাগরিক সুবিধা যুক্ত করার মাধ্যমে গাবতলী বাস টার্মিনালকে মাল্টি-মোডাল স্টেশনে রূপান্তরিত করা হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

গত বুধবার ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মইনুল হোসেন খানের করা নোটিশের জবাবে সোমবার জাতীয় সংসদে লিখিত বক্তব্য জমা দেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন,‘গাবতলী বাস টার্মিনালের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। বর্তমানে নিয়মতান্ত্রিক পার্কিং ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন। গাবতলী টার্মিনালের আধুনিকায়ন করা হলে অব্যবস্থাপনার এসব সমস্যার সমাধান হবে।’

তিনি আরো জানান, গাবতলী বাস টার্মিনালের কাছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) উত্তরাঞ্চলীয় রুটে গাবতলী আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল স্টেশন নির্মাণ করা হবে।

এজন্য গাবতলী বাস টার্মিনাল বর্তমান অবস্থান থেকে সাময়িকভাবে স্থানান্তর করা হবে। প্রাথমিকভাবে টার্মিনালের দক্ষিণ পাশে ১২ দশমিক ৮০ একর জমি নির্বাচন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, নতুন অস্থায়ী টার্মিনালটির আয়তন ৬ হাজার ৪০০ বর্গমিটার। একসাথে ২৬০টি যানবাহন ধারণের সক্ষমতাসম্পন্ন ডিপো নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে গাবতলী বাস টার্মিনালকে সিটি বাস টার্মিনালে উন্নীত করা হবে এবং হেমায়েতপুরে আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

সকল