২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ায় মার্চে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪

রাশিয়ায় মার্চে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪ - সংগৃহীত

রাশিয়ার সোচিতে বিশ্বের যুব প্রতিনিধিদের নিয়ে আগামী মার্চে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪। বৈশ্বিক এ আয়োজনে বাংলাদেশ থেকে এবার সুযোগ পেয়েছেন ৯৫ জন তরুণ-তরুণী, যারা বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। বিশ্বের প্রায় ১৪০টি দেশ থেকে এ উৎসবে অংশ নিচ্ছেন ২০ হাজার যুব প্রতিনিধি।

প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। এর আয়োজন করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটি এবং ঢাকার রাশিয়ান হাউজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ।

এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইডিইবির সভাপতি এ কে এম হামিদ, আইডিইবির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান নয়ন এবং ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন হায়দার।

রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ বলেন, অংশগ্রহণকারীরা ফেস্টিভ্যাল থেকে বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে ফিরে দেশের আরও উন্নয়ন করতে পারবেন। এ ছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরো বড় আঙ্গিকে তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা করি। একইসাথে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার।

বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে যারা এ আয়োজনে যাচ্ছেন, তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ। এ আয়োজনের মধ্য দিয়ে তারা আন্তর্জাতিকভাবে নেটওয়ার্কিংয়ের একটি সুযোগ পাবেন। এছাড়া তারা যখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মিশবেন, তখন তারা এও বুঝতে পারবেন, আমরা কোথায় পিছিয়ে আছি! সে জায়গা ধরে তারা আমাদের দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। একই সাথে করবেন নিজেদের উন্নয়ন।

আগামী ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। এতে অংশ নেবেন শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবামূলক কাজ, দাতব্য কাজ, ক্রীড়া, ব্যবসা, গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রের ২০ হাজার যুব নেতা, যার মধ্যে ১০ হাজারই বিদেশী অংশগ্রহণকারী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বাড়ানোর আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মৃত্যুঞ্জয়ী রিজভীকে শিকলে বাঁধা সম্ভব না : নজরুল ইসলাম খান সৌদি আরবে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু বড় শাস্তি পেলেন বিরাট কোহলি বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে আ’লীগ : আলতাফ চৌধুরী বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘরে আগুন : ডিসি-এসপির পরিদর্শন কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ

সকল