০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গুগলের বিরুদ্ধে আদালতে বড় জয় এপিক গেমসের

গুগলের বিরুদ্ধে আদালতে বড় জয় এপিক গেমসের - ছবি : সংগৃহীত

গুগলের বিরুদ্ধে মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায় তাদের পক্ষে গেছে বলে এপিক গেমস জানিয়েছে।

এই মামলাটি ছিল গুগলের অ্যাপ স্টোর নিয়ে। এপিক গেমসের অভিযোগ ছিল, গুগল এখানে বে-আইনিভাবে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করছে।

এপিক গেমসের সিইও সুইনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গুগলের বিরুদ্ধে তারা বড় জয় পেয়েছেন। আদালতের রায় তাদের পক্ষে গেছে।

সোমবার তিন ঘণ্টা ধরে শুনানির পর রায় দেয়া হয়। তিন বছর আগে ক্যালিফোর্নিয়ার এ মামলা করা হয়।

গত চার সপ্তাহ ধরে এর শুনানি চলছিল বলে সুইনি জানান।

এপিক গেমসের অভিযোগ ছিল, প্লে স্টোরে গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করছে। তারা এখান থেকে কোটি কোটি ডলার আয় করছে।

এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল ট্রানসাকশন হলে গুগল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। অ্যাপলও এই একই কাজ করে। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

এবার কী হবে?
জেলা জজ জেমস ডোরান্টো এবার জানাবেন, গুগলকে এখন কী পদক্ষেপ নিতে হবে।

গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন। অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গ্রাহকদের কাছে অনেক বেশি বিকল্প দেয়। অন্য মোবাইল প্ল্যাটফর্ম থেকে তারা অকপটভাবে কাজ করেন।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল