০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

নীলক্ষেতের ফুটপাতে 'সুপার শপ'

নীলক্ষেতের ফুটপাতে 'সুপার শপ' - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর নীলক্ষেতের ফুটপাত দেশের আর ১০টা ফুটপাত থেকে ভিন্ন। এর বিশেষত্ব কি জানেন? খাদ্যদ্রব্য থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসসহ সবকিছুই পাওয়া যায় ফুটপাতে। নীলক্ষেতের ফুটপাতের এই দোকানগুলো ফুটপাতের 'সুপার শপ' হিসেবে পরিচিতি পেয়েছে। ফুটপাত বলে এখানে যে নিম্ন শ্রেণীর মানুষ কেনাকাটা করে এমন নয়, বরং সব শ্রেণির মানুষ এখান থেকে পণ্য কেনে। নীলক্ষেত বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশেদ্বারের রাস্তার একপাশ জুড়ে বসে এমন কয়েকটি দোকান।

এখানে কেনাকাটা করতে আসা লাবিবা রহমানের সাথে কথা বললে তিনি জানান, তিনি এখানে প্রায়ই কেনাকাটা করতে আসেন। বাজারের চেয়ে তুলনামূলক অল্প দামে পাওয়ায় এখান থেকে তিনি পণ্য কিনে থাকেন। এছাড়াও নানা ধরনের পণ্য থাকায় শখের বসে মাঝে মাঝেই ঘুরে যান ফুটপাতের এই সুপার শপথেকে।

ঢাকা কলেজের শিক্ষার্থী আশিক খান এসেছেন এখানে পণ্য কিনতে। তিনি বলেন, ‘আমি এখানে প্যাড, খাতা, কলম কিনতে আসি। এখানে দোকানের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যায়। এছাড়াও এখানকার পণ্যের মান অনেক ভালো।তাই আমার যখন প্রয়োজন হয়, আমি এখান থেকেই এগুলো কিনে থাকি।‘

নানা বয়সী মানুষের পদচারণায় বিকেলের দিকে জমে উঠতে থাকে দোকানগুলো। কেউবা গৃহস্থালির নানা পণ্য কিনতে, কেউ ঘর সাজানোর নানা জিনিস কিনতে, কেউ খাতাপত্র কিনতে, কেউবা ইলেকট্রনিক্স জিনিসের জন্য, কেউবা বিভিন্ন চকলেট ও প্যাকেটজাত খাবার কিনতে, কেউ বিভিন্ন উপহার সামগ্রী কিনতে এখানে ভিড় জমান। এখানে ব্যবসায়ী নাবিল হাসান জানান, একটি মানুষের জীবনে চলতে গেলে যা যা লাগে, তার মোটামুটি সবই এখানে পাওয়া যায়।

তিনি বলেন, ‘সাধারণত সুপার শপগুলোতে গেলে একসাথে এত কিছু পাওয়া যায়। তবে সেখানে দাম তুলনামূলক বেশি হওয়ায় এখান থেকে মানুষ পণ্য কিন্তু আগ্রহী হয়।‘

বাজারের তুলনায় কিভাবে তারা কম দামে বিক্রি করছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আশেপাশের বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের থেকে তারা এসব পণ্য কিনে থাকেন। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাই তাদের কাছে এসব পণ্য বিক্রি করে থাকেন। বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে তাদেরকে এসব উপহার দেয়া হয় যেন তারা ওই কোম্পানির ওষুধের নাম লিখে।‘

ফুটপাতের এই সুপার শপথেকে শ্যাম্পু কিনলেন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘অন্য যেকোনো দোকান থেকে কিনলে এই শ্যাম্পুর দাম ৫৫০ টাকা রাখত। কিন্তু এখান থেকে ৪৫০ টাকায় কিনেছি। আমরা সবাই জানি, এখানে ডাক্তারদের দেয়া উপহার সামগ্রী বিক্রি করে। তাই এখানে থেকে আমি নিঃসন্দেহেই মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য কিনে থাকি।‘

নীলক্ষেতের এই দোকানগুলো এভাবেই ব্যাপক পরিচিতি পেয়েছে। সাশ্রয়ী মূল্যে হরেক রকমের জিনিস কিনতে এই ফুটপাতের সুপার শপগুলো মানুষের আগ্রহের জায়গা করে নিয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল